Top News

দেশে দখল, চাঁদাবাজি আর দমননীতি চলছে: ইসলামী আন্দোলন।

 


“নির্বাচন দিলেই মুক্তি নয়, চাই কার্যকর সংস্কার” — ইসলামী আন্দোলন বাংলাদেশের হুঁশিয়ারি,


নবজাগরণ প্রতিবেদক:

দেশের রাজনৈতিক সংকট সমাধানে কেবলমাত্র একটি নির্বাচনই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তার ভাষায়, “১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সংকট আরও গভীর হবে, মুক্তি মিলবে না জনগণের।”

শনিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার একটি মাদরাসা মিলনায়তনে জেলা পশ্চিম শাখার আয়োজিত দায়িত্বশীল কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। সেখানে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম এবং সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মাহমুদি।

মাওলানা ইউনুস বলেন, “দেশ আজ একদলীয় দখল, চাঁদাবাজি ও দমননীতির যাঁতাকলে পিষ্ট। কেবল একটি নির্বাচন আয়োজন করলে সেই বাস্তবতা পাল্টাবে না। প্রয়োজন কার্যকর রাজনৈতিক সংস্কার, যেখানে জনগণের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার বিপ্লবী নামে পরিচিত হলেও তার কোনো সময়সীমা নেই। যতদিন না অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে, ততদিন এই সরকারের মেয়াদ বলবৎ থাকবে—এটাই বাস্তবতা।”

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা এবং ভারতের ওয়াকফ বিল নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি জানান তিনি। একইসঙ্গে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের আহ্বান জানান।

“নির্বাচনের নামে নাটক নয়, সংস্কার ছাড়া মুক্তি নেই”—এই বার্তাই পৌঁছে দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নবীনতর পূর্বতন