Top News

পোপ ফ্রান্সিসের শেষ বিদায়: ভ্যাটিকানের পথে প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

 



ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষ বিদায়: কাতার থেকে রওনা দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নবজাগরণ আন্তর্জাতিক ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার।

পৃথিবীজুড়ে কোটি মানুষের প্রিয় ও শ্রদ্ধেয় ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রয়াণে ভারাক্রান্ত বিশ্বের বিবেক। এমন শোকাবহ মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন দেশের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) কাতার ছাড়েন তিনি। ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ২টা ১৫ মিনিটে (ইতালির স্থানীয় সময়) তাঁর রোমে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত রাষ্ট্রদূত।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর, শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে অধ্যাপক ইউনূস পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হবেন। সেখানে তাঁকে স্বাগত জানাবেন ভ্যাটিকান সিটির জন্য পোপের বিকার জেনারেল, কার্ডিনাল মাউরো গাম্বেত্তি।

শোকাবহ এই সফরের দ্বিতীয় দিন, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে, সেন্ট পিটার্স স্কয়ারেই অনুষ্ঠিতব্য পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এটি হবে ইতিহাসের এক গভীর মুহূর্ত, যেখানে বিশ্বের নানা দেশের প্রতিনিধিরা মিলিত হবেন এক সর্বজন শ্রদ্ধেয় ধর্মনেতাকে শেষ বিদায় জানাতে।

রবিবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন অধ্যাপক ইউনূস। সোমবার ভোরে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এই সফর শুধু একজন রাষ্ট্রীয় প্রতিনিধির আনুষ্ঠানিকতা নয়—এ যেন এক মানুষের প্রতি আরেক মানুষের নিঃশব্দ শ্রদ্ধা। ধর্ম, সংস্কৃতি কিংবা ভূগোলের সীমা ছাড়িয়ে মানবতার যে বন্ধন, অধ্যাপক ইউনূসের এই সফর তারই এক জীবন্ত প্রতিফলন।


নবীনতর পূর্বতন